Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার আমলে দেশের মানুষ না খেয়ে থাকে না-আখাউড়ায় আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকে না। কোন মানুষ দুর্দশার মধ্যে পতিত হবে না। তার নূন্যতম যে জিনিসটা প্রয়োজন তাকে তা দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা দুস্থ মহিলা ভাতা ও প্রতিবন্ধী ভাতা গ্রহীতাদের মধ্যে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দুর্দশাগ্রস্থ, প্রতিবন্ধীদেরকে ভাতার ব্যবস্থা করেছেন। তাদের যেন কারো কাছে হাত পাততে না হয়। সেই সুযোগ করে দিয়েছেন। অসহায় অবহেলিত মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেন, রোহিঙ্গার মুসলমানের দুর্দশার কথা বিবেচনা করে এবছর প্রধামন্ত্রী শেখ হাসিনা তাঁর জন্ম দিনে কেক কাটতে নিষেধ করেছেন। এটাই হচ্ছে শেখ হাসিনার শিক্ষা।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা প্রমুখ। পরে মন্ত্রী ভাতা বহি বিতরণ করেন। অনুষ্ঠানে ৩৪৫ জনকে নতুন ভাতা বহি প্রদান করা হয়।
এর আগে পৌরশহরের সড়ক বাজারস্থ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১তম জন্ম দিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন। এসময় তিনি পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ