Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিজ ভেঙ্গে ট্রাক পানিতে, যোগযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সংলগ্ন স্টিলের সেতুটি একটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়েছে। ফলে ঢাকার সঙ্গে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিমতলা-সিরাজদিখান রাস্তায় ব্রিজটি অনেকদিন যাবত ঝুঁকি পূর্ণ অবস্থায় থাকার পরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়েনি। এমতাবস্থায় ভারী যানবাহন, মালবাহী ট্রাক ও বাস নিয়মিত চলাচল করে আসছিল। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে সাধারণ জনগণ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ব্যাপরে যোগাযোগ করা হলে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজ সুমা জানান, এই মাত্র আমি শুনলাম এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ