বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আজ বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ওয়াল্ড হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে বছরে এক কোটি ৭৫ লাখ মানুষ হƒদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ৩০ থেকে ৭০ বছর বয়সী মৃত ব্যক্তিদের প্রতি ১০ জনে একজনের মৃত্যু ঘটে হƒদরোগে। পৃথিবীর মোট মৃত্যুর ৩১ ভাগের জন্য দায়ী এ হƒদরোগ। আশঙ্কা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২ কোটি ৩০ লাখে।
দিবসটি উপলক্ষে গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের প্রফেসর ডা. সজল কৃষ্ণ ব্যানার্জিসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার সকাল ৮টায় র্যালি বের করে জাতীয় হƒদরোগ ইনস্টিটিউ ও হাসপাতাল। হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আফজালুর রহমানের নেতৃত্বে র্যালিতে হাসপাতালের সকল চিকিৎসক অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জাতীয় হƒদরোগ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন এবং আলোচনা সভা দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।