Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) থেকে জাহেদুল হক : চট্টগ্রামের আনোয়ারায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারীদের সঠিক তদারকি না করায় জন্মনিয়ন্ত্রণ রোধ করা সম্ভব হচ্ছে না। সে সাথে গর্ভবতী মায়েরাও প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে অনেকটা দায়সারা ভাবেই চলছে এ বিভাগের কার্যক্রম।
জানা যায়,পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা আর বাড়ি বাড়ি গিয়ে আগের মতো সেবা দিচ্ছেন না। প্রচারও দুর্বল হয়ে পড়ায় বেশিরভাগ মানুষ জানেন না জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। চাহিদা থাকা সত্তে¡ও জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রী ও সেবা পাচ্ছেন না আগ্রহী দম্পতিরা। ফলে মাঠ পর্যায়ে এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র জনগোষ্ঠী।
এদিকে, মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি জোরদার করার লক্ষ্যে গত ১৬ জুলাই সংশ্লিষ্ট বিভাগে পরিপত্র পাঠিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ বিভাগের কার্যক্রমে চরম অসন্তোষ জানিয়ে এতে বলা হয়েছে,দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে বিভাগীয় মামলা রুজু পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এরপরও মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ইতিবাচক কোন প্রভাব পড়েনি।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়,আনোয়ারার ১১টি ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ,গর্ভবতী মাদের সেবা প্রদানসহ জনসংখ্যা রোধে সহায়ক হিসেবে ৫১ জন পরিবার কল্যাণ সহকারীর (এফডবিøউএ) মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৩৮ জন। তারমধ্যে ৬ জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। আর তাদের তদারকির দায়িত্বে নিয়োজিত ১১ পরিবার পরিকল্পনা পরিদর্শকের (এফপিআই) স্থলে ৯ জন এবং ১২ পরিবার কল্যাণ পরিদর্শিকার (এফডবিøউভি) স্থলে ১০ জন কর্মরত আছেন। কিন্তু তাদের কাউকেই নিয়মিত কর্মস্থলে দেখা যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার ১১ ইউনিয়নে বর্তমান জনসংখ্যা প্রায় তিন লক্ষাধিক। তারমধ্যে সবচেয়ে বেশি মানুষের বসবাস উপক‚লীয় ইউনিয়ন রায়পুরে। এ ইউনিয়নের সরেঙ্গা,পুর্ব গহিরা,খোর্দ্দ গহিরা, চুন্নাপাড়া, পরুয়াপাড়ার মতো প্রত্যন্ত গ্রামেও পরিবার পরিকল্পনা বিভাগের কোন ধরনের কার্যক্রম চোখে পড়ে না। এসব গ্রামগুলোর প্রতিটি পরিবারেই ৫-৬ জনের অধিক সদস্য রয়েছে।
জানা গেছে, মাঠে না গিয়ে নিজ বাড়িতে বসে কার্যক্রম চালাচ্ছেন পরিবার কল্যাণ সহকারীরা। অনেকে আবার শহরে থাকার কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। এভাবে মাসের পর মাস তাদের কাজে ফাঁকি দিলেও কিন্তু বেতন-ভাতা যথাসময়ে উত্তোলন করছেন। বর্তমানে নানা অনিয়ম ও দুর্নীতিতেও জড়িয়ে পড়েছেন তারা। প্রতি দুইমাসে একবার পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে সভা করার নিয়ম থাকলেও গত তিন বছরে কোনো সভা হয়নি। ফলে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে,উপজেলার ১১টি ইউনিয়নে বাল্য বিয়ের প্রবণতাও বেড়েছে। স্থানীয় প্রশাসন জোর চেষ্টা চালিয়েও বাল্য বিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিছু অসাধু বিবাহ রেজিষ্ট্রার ও জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণে বাল্য বিয়ের প্রবণতা বাড়ছে।
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মো.ফোরকান উদ্দিন ইনকিলাবকে জানান, আমাকে দুটি উপজেলায় দায়িত্ব পালন করতে হয়। এখানে যোগদানের পর থেকে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ