Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে অনিয়মের দায়ে নকলনবিশকে কারণ দর্শানোর নোটিশ

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমির মূল দলিলে ঘঁষামাজা করে জমির দাগ ও পরিমাণ পরিবর্তন করা হয়েছে বলে এক নকলনবিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে শিবগঞ্জ সাবরেজিস্ট্রারের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার ১০ দিন পার হয়ে গেলেও অভিযুক্ত নকলনবিশ নোটিশের কোনো জবাব দেয়নি বলে জানা গেছে। শিবগঞ্জ সাবরেজিস্ট্রার নজরুল ইসলামের স্বাক্ষরিত গেল ১৯ সেপ্টেম্বর তারিখের একটি কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, নকলনবিশ মিজানুর রহমান স¤প্রতি ৫৬৯ নং বণ্টননামা দলিলের জাবেদা নকল প্রস্তুত করার সময় অসম্পূর্ণ দলিলটির জমির পরিমাণ কাটা আছে এবং দাগ ঘঁষামাজা করে পবিরর্তন করা হয়েছে। এ নিয়ে নোটিশ পাঠানোর তিন দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও অদ্যাবদি কোনো জবাব দেয়নি মিজানুর রহমান। উল্লেখ্য, স¤প্রতিকালে নকলনবিশ মিজানুর রহমান, কেরানি মতিউর রহমান ও সংশ্লিষ্ট দফতরের আরো একজনসহ তিনজনের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৫৬৯/১৭ নম্বর দলিলে জমির পরিমাণ ও দাগ ঘঁষামজা করে পরিবর্তন করেছে। ঘটনাটি জানাজানি হলে নকলনবিশ মিজানুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে নকলনবিশ মিজানুর রহমান কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত নোটিশের জবাব দেইনি। এ ব্যাপারে শিবগঞ্জ সাবরেজিস্ট্রার নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ