Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ব্রিজ মেরামত না হওয়ায় জন দুর্ভোগ

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) থেকে মো: হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি ব্রিজ ভেঙে যাওয়ায় হালকা-ভারী যানবহন চলাচলের প্রকট সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে গোদাগাড়ী-মন্ডুুমালা সড়কের মোহনপুর পাকা নামক স্থানে বহু পুরাতন ব্রিজটি ভেঙে যায়। ব্রিজের পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরি করেছে স্থানীয় লোকজন। কিন্তু সামান্য বৃষ্টিতে বিকল্প সড়ক দিয়ে যানবহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গোদাগাড়ীর বিভিন্ন এলাকা থেকে তানোরের মন্ডুমালা যাওয়ার পথ হচ্ছে পাঁকা এলাকায় এই সড়কটি। স্থানীয় লোকজন জানান ব্রিজটি বহু পুরাতন হওয়ায় গত দুই বছর আগে থেকেই ব্রিজের বিভিন্ন অংশ ভাঙতে থাকে। আর গত ১৫ আগে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যায়। স্থানীয় লোকজন আরো জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক যানবহন চলাচল করে। যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় অটোরিকশাসহ অধিকাংশ যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। যানবহন চলাচল না করাই লোকজনের যাতাযাতের সমস্যা হচ্ছে। আর বৃষ্টির দিন বিকল্প সড়কটি কাদাপানিতে ভরে যাওয়ায় কোনো যানবহন চলাচল করতে পারে না। তখন লোকজনের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে। স্থানীয় লোকজন দাবি জানান, জরুরি ভিত্তিতে ব্রিজটি নির্মাণ করার। এই প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ বলেন, উপজেলার বালিয়াঘাট্টা থেকে মন্ডুমালা পর্যন্ত ২২ কিলোমিটার সড়কটি সংস্কার ও ভেঙে যাওয়া ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সংস্কার ও ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ