Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটে বিএনপির নেতা নির্বাচন

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ভোটে নেতা নির্বাচন করলেন ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের তৃনমূল কর্মীরা। গত ২৭ সেপ্টেম্বর প্রতীকের মাধ্যমে প্রত্যক্ষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করেন। উপজেলার মোমিনপুর উচ্চ বিদ্যালয়ে রসুলপুর ইউনিয়নের সম্মেলন শেষে এ ভোট অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। সম্মেলন শেষে তৃনমূল কর্মীরা প্রতীকের মাধ্যমে প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচন করেন। প্রত্যক্ষ ভোটে ছাতা প্রতীক নিয়ে ২৯৩ ভোট পেয়ে রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হন মোঃ আঃ জব্বার তার প্রতিদদ্ধী মোঃ শহিদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পান ১৫৬ ভোট। মাছ প্রতীক নিয়ে ২৬৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন মোঃ আঃ জলিল ভূইয়া তার প্রতিদদ্ধী আলহাজ শামসুল আলম মোরগ প্রতীক নিয়ে পান ১৮২ ভোট। রসুলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া, সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, আবু বকর সিদ্দিক, সহ সভাপতি ও রসুলপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টু, মোস্তাফিজুর রহমান, সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শামসুল আলম, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ