Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১২ শিক্ষার্থী

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৫ ও ২০১৬ এর জন্য মনোনিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে এ পদকের জন্য মনোনিত করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ২৬৪ জন মনোনিত শিক্ষার্থীর তালিকায় স্থান পাওয়া শাবির ১২ জনের মধ্যে ১১ জন ওই বিশ্ববিদ্যলয়ের ও অপরজন বিশ্ববিদ্যালয়টির অধিভূক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থী।
স্বর্ণ পদকের জন্য মনোনিতরা হলেন- অর্থনীতি বিভাগের তানিয়া সুলতানা তন্বী (২০১৫) ও একই বিভাগের ইশরাত সাদিয়া (২০১৬), বনবিদ্যা ও পরিবশে বিজ্ঞান বিভাগের সৈয়দ তুহিন আলী (২০১৬), পদার্থ বিজ্ঞান বিভাগের রবি কর্মকার (২০১৫) ও পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ আমিনুল কায়সার (২০১৬), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের সৌরভ চৌধুরী (২০১৫) ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের মো. মেহেদী হাসান নাহিদ (২০১৬), ব্যবসায় প্রশাসন বিভাগের মাহমুদা আক্তার (২০১৫) ও তানজিনা রহমনা লুবনা (২০১৬), জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের জিয়াউল ফারুক জয় (২০১৫) ও একই বিভাগের জেনিফার কাইউম অমি (২০১৬) এবং মোডিক্যাল সায়েন্স বিভাগের রাজা আহমেদ নেওয়াজ চৌধুরী (২০১৫)।
পদকের জন্য মনোনিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সাবেক শিক্ষার্থী ও একই বিভাগের প্রভাষক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেন বলেন, আমাদের এ অর্জনে সবাই খুশি। আর এ সাফলের জন্য বাবা-মা ও শিক্ষকদের অবদান সর্বাধিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ