রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : এক স্বামীকে নিয়ে দুই সতিনের ঝগড়ায় এক সতিনকে খুন করার অভিযোগ পাওয়া গেছে স্বামী-সতিনের বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর বুধবার রাতে নিহত সতিন সুমাইয়া আক্তার মুন্নি (১৮) কে স্বামী ও সতিন হত্যা করে বোরকা পড়িয়ে রিকশায় বসিয়ে শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়ির পাশে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত সুমাইয়া আক্তার মুন্নি কাপাসিয়া উপজেলার চরবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। জানা যায়, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের চাঁনমিয়ার পুত্র সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রী নার্গিসকে রেখে প্রায় তিন মাস পূর্বে সুমাইয়াকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে রিকশাচালক সাদ্দাম দুই স্ত্রীকে নিয়ে ঢাকার আশুলিয়া থানার বোরিবাজার এলাকার জনৈক লাকীর বাড়িতে ভাড়া থাকত। এক স্বামীকে নিয়ে দুই সতিনের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। মঙ্গলবার রাতে সাদ্দাম দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার ঘরে রাত্রী যাপন করে। পরে সকালে সাদ্দাম রিকশা নিয়ে বের হওয়ার সময় প্রথম স্ত্রী নার্গিস তাকে টানাহেঁচড়া করে ঘরে নিয়ে দিনভর তার ঘরে থাকতে বলে। এ নিয়ে দুই সতীনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সাদ্দাম ও তার প্রথম স্ত্রী নার্গিস সুমাইয়াকে হত্যা করে। পরে মৃত সুমাইয়াকে বোরকা পড়িয়ে নার্গিস তার গলায় ধরে রিকশায় বসিয়ে শ্রীপুরে এনে ফেলে পালিয়ে যায়। নিহতের ছোট ভাই সোহেলের অভিযোগ, সাদ্দাম ও তার স্ত্রী নার্গিস মিলে সুমাইয়াকে গলা টিপে হত্যা করেছে। সাদ্দাম রিকশা চালিয়ে সুমাইয়ার লাশ আশুলিয়া থেকে বয়ে এনে শ্রীপুরের ভিটিপাড়া গ্রামে তার খালু আবুল হোসেনের বাড়িতে লাশ ফেলে স্বামী-সতীন পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ বুধবার রাতে সুমাইয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় আশুলিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।