Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ৯:৪৮ এএম

রাজশাহীর গোদাগাড়িতে প্রায় তিন কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো, গোদাগাড়ির মহিশালবাড়ি মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫)।

কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ি থানার উজানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়াও তার কাছে ২টি মোবাইল, ৪টি সিম, নগদ ১ হাজার ৮৮০টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক ব্যবসায়ী গ্রেফতার

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ