Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-রাশিয়ার ভেটো ক্ষমতা রোধে ক‚টনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক
রোহিঙ্গা সঙ্কটের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া যাতে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে না পারে সেজন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমাদের কূটনৈতিক প্রক্রিয়া শুধু অব্যাহত রাখলে হবে না, আরও জোরদার করতে হবে। যাতে করে চীন-রাশিয়া তাদের ভেটো দেওয়া বন্ধ করতে পারে এবং এই সুস্থ মানুষদের পাশে এসে সবাই দাঁড়াতে পারে। গতকাল (বুধবার) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি, রোহিঙ্গাদের যারা এসেছে, তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাসের কথা আমরা বলিনি। আমরা বলেছি, সাময়িকভাবে তাদের আশ্রয় দিতে হবে। মানবিক কারণে তাদের আশ্রয় দিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব নিয়ে স্বসম্মানে নিজ বাসভূমিতে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এবং দ্রæততার সঙ্গে তা করতে হবে। আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, সেনাবাহিনীকে সম্পৃক্ত করার জন্য আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম। তারা দায়িত্ব গ্রহণের পর ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে এসেছে। তবে এই কর্মকান্ডে জনবল বাড়াতে হবে। স্বাস্থ্য সেবাবৃদ্ধি করতে এবং রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য অস্থায়ী ঘর-বাড়ি তৈরি করতে হবে। ২৫ আগস্ট মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে এক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের বিবৃতি প্রদান, দলের কেন্দ্রীয় রিলিফ টিম গঠন ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা পদক্ষেপ তুলে ধরেন ফখরুল। বিএনপির এই নেতা বলেন, আমরা প্রথম থেকে এই অসহায় রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছি। এখনো আমাদের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। সরকারকে ওই সময় বার বার বলেছি, এই মানবিক বিপযর্য় রোধে উদ্যোগ গ্রহণ করতে। বিশ্বমত যখন সৃষ্টি হয়েছে, তখন সরকার সক্রিয় হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে মঙ্গলবার বিকালে কক্সবাজার পৌঁছান বিএনপি মহাসচিব। বুধবার সকালে উখিয়া কলেজ মাঠে সেনাবাহিনীর ত্রাণ ভান্ডারে দুই ট্রাক ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন মির্জা ফখরুল। ক্যাম্পের কর্মকর্তা মেজর রফিক এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
পরে বিএনপি মহাসচিব উখিয়ার বাগগুনা, বালুখালী ও থাইমখালী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এগুলোর মধ্যে ত্রিপল, জামা-কাপড়, হাড়ি-পাতিল, খাদ্য সামগ্রী, ওষুধপত্র, টিউবওয়েল প্রভৃতি রয়েছে। বিএনপি মহাসচিব ডক্টর অ্যাসোসিয়েশনের মেডিক্যাল স্বাস্থ্য সেবা কেন্দ্রও পরিদর্শন করেন।
এসময় সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, কামরুজ্জামান রতন, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ