Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

| প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ^বিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভায় ভর্তি আবেদনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১০ অক্টোবর ২০১৭ ইং তারিখ পর্যন্ত (দিন-রাত যেকোন সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর ২০১৭ তারিখ অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (িি.িপড়ঁ.ধপ.নফ ঐবষঢ় খরহব: ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২) মাধ্যমে জানা যাবে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ