Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জুড়োয়া টু’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামীকাল বলিউডের ‘জুড়োয়া টু’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। এছাড়াও দুটি চলচ্চিত্র মুক্তি পাবার কথা আছে।
‘জুড়োয়া টু’ বস্তুত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ান পরিচালিত এবং সালমান খান কারিশমা কাপুর এবং রম্ভা অভিনীত ‘জুড়োয়া’র পুনর্নির্মাণ। তবে পরিচালক আগের ফিল্মটিতে নতুন করে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। ফিল্মটি মুক্তি পাচ্ছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে। অ্যাকশন কমেডিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ডেভিড ধাওয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, তাপসী পান্নু, অনুপম খের পবন মালহোত্রা, আলি আসগর, বিবান ভাতেনা, রাজপাল যাদব, বিকাশ ভার্মা এবং উপাসনা সিং। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ আলি, ওয়াজিদ আলি, মিত ব্রাদার্স, স›দ্বীপ শিরোদকার এবং আনু মালিক।
উপরেরটি ছাড়া দুটি ফিল্ম মুক্তি পাবে একই দিনে। এর প্রথমটি ড্রামা ফিল্ম ‘সিআরডি’; ক্রান্তি কানাড়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৃণ্ময়ী গোড়বোলে, বিনয় শর্মা এবং সৌরভ সারস্বত। অন্য ফিল্মটি যুবরাজ কুমার পরিচালিত ‘আইসিস- এনিমিজ অফ হিউম্যানিটি’; অভিনয় করেছেন রাহুল দেব, যুবরাজ কুমার এবং রাশিদ নাজ।
গ্রন্থনা মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ