Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৯৩ জন শিক্ষার্থীকে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড দিয়েছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২৯৩ জন শিক্ষার্থীকে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড দিয়েছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত কুরআন হিফয সমাপনী অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ’র দেশব্যাপী শাখাসমূহের ২৯৩ জন শিক্ষার্থী ছাড়াও তাদেরকে পিতা-মাতাসহ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মো. আবদুর রউফ, ফাদিলাতুশ শায়খ সাইয়েদ কামাল উদ্দীন জাফরী ও ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি রুহুল আমিন খান। অতিথিবৃন্দ কুরআনের হাফিযদের সম্মাননা জানানোর এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, তানযীমুল উম্মাহ’র মতো প্রতিষ্ঠান বারাবর সারাবিশ্বে হিফয প্রতিযোগিতায় প্রথম হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এ বি এম হিযবুল্লাহ, ড. হাসান মুহাম্মদ মুঈনুদ্দীন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মুহিবুল্লাহিল বাকী আন-নদভী, মিসবাহুল উলূম কামিল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ শাহজাহান মাদানী, প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এর আগে সকালে অনুষ্ঠানে শিশুদের কন্ঠে তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান ইত্যাদি পরিবেশনা করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান শাহ মু. ওলিউর রহমান চিশতী, আবুল বোরহান ও মুহাম্মাদ আবদুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু রাশিদুল ইসলাম, মুহাম্মাদ আসলাম মিয়া, ডিরেক্টর নুরুল আবছার ভুঁইয়া, আ.খ.ম মাসুম বিল্লাহসহ শাখা প্রধানদের মধ্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ. এম. আবদুল্লাহ আল মামুন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: মহি উদ্দীন, তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: আনিসুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ