বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্ব›দ্ব চরমে। সাম্প্রতি ম্যানেজিং কমিটির কিছু স্বার্থলোভী সদস্যরা স্কুলের প্রধান শিক্ষক ইমরুল কবীরের বিরুদ্ধে স্কুল কমিটির সদস্য শাহ আলম প্রধান শিক্ষক স্কুল ফান্ডের টাকা আত্মসাতের চেষ্টা করেছে বলে শিক্ষা মন্ত্রনালয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিদের্শে ফরিদপুরের জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল তদন্ত করেন এবং মন্ত্রনালয়ে প্রেরণ করেন। এ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্ব›দ্ব চলছে। এ বিষয়ে ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবীর জানান, আমার বিরুদ্ধে স্কুল কমিটির কিছু স্বার্থলোভী ব্যক্তিরা ওই স্কুলের কয়েকজন শিক্ষক মিথ্যাচার রটাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে কয়েকজন শিক্ষক স্কুলেই কোচিং বানিজ্য করে। এই বাণিজ্য না করার জন্য আমি তাদেরকে বারণ করি এ করণেই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা অভিযোগ মন্ত্রনালয়ে প্রেরণ করে।
এ বিষয়ে ফরিদপুর জেলা শিক্ষা অফিসার পরিমান চন্দ্র মন্ডল জানান, শিক্ষা মন্ত্রণালয় আমাকে ধোপাডাঙ্গা বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবীরের বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আমি তদন্ত করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এর বেশী আমি আর কিছু বলতে পারবো না।
নাম প্রকাশ না করার শর্তে ধোপাডাঙ্গা স্কুলের একাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানান, স্কুলে আমাদের লেখাপড়া কোনো সমস্যা হয়নি, প্রধান শিক্ষক আমাদের লেখাপড়ার বিষয়ে সব সময়ই খোঁজখবর রাখেন, আমরা স্যারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার একাধিক ব্যক্তিরা জানান, স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি তার আধিপত্য বিস্তার করার জন্যই স্কুলের কয়েকজন শিক্ষককে ও কমিটির কয়েকজন সদস্যকে দিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিযোগকারী শাহ আলমের সাথে তার মোবাইল নং ০১৯৪৩২৭৯১২৪-এ একাধিকবার যোগাযোগ করলে তিনি তার ফোনটি রিসিভ করেন নাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।