বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ায় শিশু মিম আক্তার হত্যা মামলায় রফিকুল ইসলাম ও আবু সাঈদ নামে ২ জনকে যাবজ্জীবন ও ১ জনকে খালাস দিয়েছে আদালত। পাশাপাশি সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এ রায় দেন।
সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামে নুরাজিৎ প্রাং এর ৯ বছরের শিশু কন্যা মিম আক্তারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর প্রতিবেশী রফিকুল ইসলাম ও আবু সাঈদ তুলে নিয়ে যায়। পরে ওই শিশুকে হত্যা করে তার শরীরে থাকা সমস্ত গহনা খুলে নিয়ে লাশ স্থানীয় একটি ডোবায় ফেলে দেয়। তিন দিন পর ডোবা থেকে মিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত মিমের পিতা নুরাজিৎ প্রাং ৯ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে রফিকুল ইসলাম, আবু সাঈদ ও তার স্ত্রী আয়শাকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দেয় আদালতে। আদালতে সাক্ষ্য প্রমান শেষে বিচারক অভিযুক্ত রফিকুল ইসলাম ও আবু সাঈদের এই দন্ডাদেশ দেন এবং আবু সাঈদের স্ত্রী আয়শাকে খালাস প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।