বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোলের মানকিয়া গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ দুপুর বারোটায় মানকিয়া কোদলারহাট মাঠ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত ছাত্র বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের হায়দার আলীর ছেলে ও কুদলার হাট জুনিয়র হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। নিহতের মামা আজগার আলী জানান, গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় ফারুক। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তান কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে চাষিরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে গ্রামবাসীদের খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে। হত্যাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও সাইকেল নিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, মানকিয়া গ্রাম’র ধান ক্ষেত থেকে ওই স্কুলছাত্রের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হযেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হযেছে। কারা, কি উদ্দেশে তাকে হত্যা করেছে পুলিশ তা তদন্ত করছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।