Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষের হামলায় বাদিপক্ষ বাড়িছাড়া

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌর সদরের চারআনিপাড়া মহল্লায় জনৈক আহাদ সরকারের বাড়ীঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করেছে প্রতিপক্ষরা। নান্দাইল মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আহাদ সরকারের সাথে একই মহল্লার নাদিমগংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের আদালতে মামলা চলমান। এদিকে আহাদ সরকারকে পৈত্রিক বাড়ীঘর থেকে উচ্ছেদ করার জন্য গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে অর্তকিত হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালায় । ঘটনাস্থলে আহাদ সরকারের বড় ভাই অহিদ সরকার জানান, প্রভাবশালী হওয়ায় নাদিম মিয়ার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে বাদীর বড় ভাই অহিদ সরকার বিবাদীদের ভয়ে নান্দাইল বাজারস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলতে পারছে না। প্রতিপক্ষের লোকজন এ বলে হুমকী দিচ্ছে মামলা প্রত্যাহার না করে তাদের বাড়ীতে ঢুকতে দিবেনা। যার ফলে বাদী সহ তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে বিভিন্ন আতœীয় স্বজনদের বাড়ীতে পালিয়ে বেড়াচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ