Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে সিটি ব্যাংকের সহায়তা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 সিটি ব্যাংক সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জ সংস্কার ও উন্নয়নে সহায়তার চুক্তি স্বাক্ষর করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংকটি এ ধরনের সহায়তা করে থাকে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর. কে. হুসেইনের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রূবাইয়াত উল ইসলামকে সহায়তার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হাকিম, ফাইনান্স বিভাগের চেয়ারম্যান মো. কিসমাতুল আহসান; সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল ইসলাম, মাসরুর আরেফিন, ফারুক মঈনউদ্দীনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা প্রদান করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ