Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনা মসজিদ বন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পবিত্র মহররম ও হিন্দু ধর্মালম্বিদের শারদীয়া দূর্গাপূজা, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সোনামসজিদ স্থলবন্দর এবং মহদিপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনার মাধ্যমে বন্দরে কার্যকম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কার্যক্রম চালু থাকবে। এছাড়া সোনামসজিদ স্থলবন্দরে পানামা ইয়ার্ডের ভিতরে আমদানীকৃত পণ্যলোড আনলোডের কার্যক্রম অব্যহত থাকবে। আগামী ৩ অক্টোবর থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত হিন্দু স¤প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজার জন্য ৫ দিন বন্দর দিয়ে সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়াও ১ অক্টোবর পবিত্র মহররম ও ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন হিসাবে সরকারি ছুটি থাকবে বলে সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রæপের সাধারণ সম্পাদক রফিকুর রহমান বাবু, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ইসমাইল হোসেন ও ভারতীয় মহদিপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল চন্দ্র ঘোষ এবং সিএন্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডলের স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ