Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে ১৭ নারী-পুরুষ, শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ৫:৪২ পিএম

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে ১৭ নারী-পুরুষ, শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও তিনজন শিশু রয়েছে। মঙ্গলবার সকালে ফেরত আসা এসব বাংলাদেশিদের বাড়ী গোপালগঞ্জ, খুলনা ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, চোরাই পথে অবৈধভাবে ভারতে যাওয়ার পর সীমান্তের ৭৬ ব্যাটালিয়নের হাকিমপুর ও তারালী বিএসএফ ক্যাম্পের টহলদলের কাছে তারা ধরা পড়ে। পরে মঙ্গলবার সকাল ১০ টায় কলারোয়ার ভাদিয়ালি সীমান্তে পতাকা বৈঠকে আটজন এবং পার্শ্ববর্তী কেড়াগছি সীমান্তে বেলা ১১ টায় পতাকা বৈঠকে নয়জন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ। তিনি জানান, ফেরত আসা এসব বাংলাদেশিদের নিয়মানুযায়ী কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ