বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বেসরকারি আইএফআইসি ব্যাংক থেকে দুই কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এক কর্মকর্তাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান দল গতকাল (সোমবার) বিকেলে নগরীর আগ্রাবাদ থেকে তাদের গ্রেফতার করে। তারা হলেন- আইএফআইসি ব্যাংকে সাবেক ফার্স্ট এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মঈনুল কবির এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজের মালিক রেজাউল কবির। ব্যাংক কর্মকর্তা মঈনুল কবির বর্তমানে মধুমতি ব্যাংকে কর্মরত আছেন। দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন (অতিরিক্ত পুলিশ সুপার) বলেন, ২০১৫ সালে আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে দুই কোটি টাকা ঋণ নেন ব্যবসায়ী রেজাউল কবির। আত্মসাতের জন্য সেই টাকা রেজাউল কবির তার অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরও করেন। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল আউয়াল বাদি হয়ে একটি মামলা করেন। মামলার পরই বিকেলে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।