বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহসিন রাজু, বগুড়া থেকে : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুলসহ তার অনুসারি নেতা-কর্মীদের বেছে বেছে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ধারাবাহিকতায় গতকাল সোমবারও বিক্ষোভ মিছিল থেকে ২ জন যুবদল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে । ভিপি সাইফুলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঘোষিত ৯ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে বগুড়া শহর যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করে। সকালে মিছিলটি শহরের খান্দার এলাকা থেকে বের হয়ে মিশন স্কুলের সামনে দিয়ে পার্করোড বরাবর সাতমাথার দিকে যেতে চাইলে শহীদ টিটু মিলনায়তনের সামনে পৌঁছামাত্র পুলিশের চারটি গাড়ী এবং ৪টি মোটর মিছিলে ধাওয়া করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ধাওয়া করে ২ জন যুবদল কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো যুবদল নেতা আবু সাইদ ও আলিব। এর আগে জেলা কমিটির প্রকাশনা সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল সভাপতি শাহ মেহেদী হাসান হিমু , জেলা জাসাসের সাধারণ দেলোয়ার হোসেন হিরু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম সহ মোট ১৪ জনকে হরতাল কর্মসূচি পালনের সময় গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে জেল হাজতে পাঠায় পুলিশ । এছাড়া বগুড়া জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাষী রফিকুল ইসলাম, হাসানুজ্জামান সহ বেশ কয়েকজন নেতা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় নিয়মিত হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে আদালত জেল হাজতে পাঠিয়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।