বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে এবার হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের জন্য ৩৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল (সোমবার) সিটি মেয়রের বাসভবনে পূজা উদযাপন পরিষদের এক অনুষ্ঠানে মেয়র একথা জানান। মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত দুর্গোৎসবের জন্য ২২ লাখ টাকা এবং ৪টি সেবক কলোনীর ৪টি পূজা মন্ডপের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া নগরীর ২৬৬টি পূজা মন্ডপের জন্য ১৩ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। আলোক বাতি, পানীয় জল, বিসর্জন ও নিরাপত্তা বিধানসহ যাবতীয় সেবা নিশ্চিত করছে চসিক। পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অনাথ সহায়তা, শিক্ষাবৃত্তি, বস্ত্র দানসহ বিভিন্ন খাতে অনুদান প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।