Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের বাঙালি বললে ৩০ কোটি বাঙালি সোচ্চার হবে -চট্টগ্রামে মানববন্ধনে ড. হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

চট্টগ্রাম ব্যুরো : রোহিঙ্গাদের বাঙালি না বলার আহŸান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের বাঙালি বলা হলে শুধু বাংলাদেশের ১৬ কোটি নয়, পৃথিবীর ৩০ কোটি বাঙালি সোচ্চার হবে। গতকাল (সোমবার) নগরীর জামাল খান সড়কে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘চট্টগ্রাম সম্মিলিত বৌদ্ধ জনসাধারণে’র ব্যানারে এক মানববন্ধনে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত যত রোহিঙ্গা এসেছে সবাইকে ফেরত নিতে হবে। যাচাই-বাছাই করার কিছু নেই। এর পাশাপাশি গণহত্যার জড়িত মিয়ানমারের সেনাপ্রধানসহ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার করতে হবে। মিয়ানমারে মানবতার বিরুদ্ধ অপরাধ সংঘটিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মানুষকে গুলি করা হচ্ছে, শিশুদের আগুনে ছুঁড়ে হত্যা করা হচ্ছে। একবিংশ শতাব্দীতে এমন মানবতাবিরোধী অপরাধ বিশ্ব সম্প্রদায় মেনে নিতে পারে না। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন বিমল জ্যোতি মহাস্থবির, ধর্মসেন মহাস্থবির, জ্ঞানবরণ থের, এস লোকজিৎ থের, দীপংকর ভিক্ষু প্রমুখ।
‘রিজভী লায়ার অব দ্যা ইয়ার’
মানববন্ধনে দেয়া বক্তব্যে আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে লায়ার অব দ্যা ইয়ার মন্তব্য করে বলেন, তিনি বছরের সেরা মিথ্যাবাদী। বিএনপি রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধকে পুঁজি করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোন চেষ্টা সফল হবে না। তিনি বলেন, আজ অনেকে বলছেন এ বছরের সেরা মিথ্যাবাদী বিএনপিরুহুল কবির রিজভী। কারণ তার মিথ্যাচার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচারকেও ছাড়িয়ে গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ