বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়ার পাঠানগর থেকে হাজী দেলোয়ার হোসেন (৫৫) নামের দুবাই প্রবাসী এক ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত রোববার সকাল সাড়ে ৯টায় ঘরের আসবাবপত্র কেনার জন্য ছাগলনাইয়া ও ফেনীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় গতকাল সোমবার দেলোয়ার হোসেনের শ্যালক মোঃ আবদুল হাই বাদী হয়ে ছাগলনাইয়া থানায় জিডি ও র্যাব ৭ ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসী খোঁজ না পেয়ে তার স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে। জানা গেছে, নিখোঁজ দুবাই প্রবাসী ব্যবসায়ী দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার দুই ছেলেকে নিয়ে দুবাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে সেখানে ব্যবসা করে আসছেন। উপজেলার পাঠাননগরের পূর্ব সোনাপুর গ্রামের মৃত মোঃ আবু তাহের মেম্বারের ছেলে দেলোয়ার হোসেন কয়েকমাস আগ থেকে ছাগলনাইয়া পৌরশহরের একাডেমী এলাকায় কোটি টাকা ব্যয়ে একটি বহুতল ভবন নিমার্ণ করছেন। রোববার সকালে ছাগলনাইয়া পৌরশহর ও ফেনী যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে দুপুর পর্যন্ত বাড়ি ফেরেনি তিনি। দুপুরে তার ব্যবহৃত ০১৮৩৫৯১২৫২৫ এবং ০১৮৪৫৭০৯৯৯৯ মোবাইল নম্বরে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এর পর তার আত্মীয়-স্বজনদের বাড়ি ও এলাকায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। তার কোন খোঁজ পেলে ০১৮১৭২৪৯৮৭৮ নম্বরে যোগাযোগ করতে স্বজনদের থেকে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, নিখোঁজ দেলোয়ার হোসেনকে উদ্ধারের চেষ্টা চলছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।