Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শৈলকুপায় মোবাইলের চার্জার বিস্ফেুারণে গৃহবধূর মৃত্যু

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে মোবাইল চার্জাার বিস্ফোরণে তানিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী। প্রতিবেশিরা জানান, মোবাইল চার্জে রেখেই কথা বলছিলেন তানিয়া। এ সময় বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। তাকে দ্রæত শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ আশিকুজ্জামান জানান, বিস্ফোরণের পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটেছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, গৃহবধূ তানিয়ার সুরোতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ