Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে জোরপূর্বক জলাশয় ও আবাদি জমি দখলের প্রতিবাদ

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কৃষকের জমি রক্ষায় মাঠে এড. তৈমূর আলম খন্দকার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের বেশ কয়টি মৌজায় দুটি অনুমোদনহীন আবাসন কোম্পানীর লোকজন জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমিতে বালি ফেলে ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর পেয়ে কৃষকদের নিয়ে ভুমিদস্যুতা প্রতিরোধে মাঠে নেমেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিআরটিসির চেয়ারম্যান এড.তৈমূর আলম খন্দকার। জানা যায়, উপজেলার ভোলাব ইউনিয়নের কাজলার বিল এলাকায় মোচার তালুক, কুতুবপুর, করাটিয়া, তারৈল মৌজার প্রায় ৩ শত বিঘা ফসলি জমিতে জোরপূর্বক ইটালিয়ান সিটি ও রিমঝিমপুলিশ টাউন নামে দুটি অনুমোদনহীন আবাসন কোম্পানীর লোকজন বালি ফেলতে শুরু করে। স্থানীয় কৃষক খলিলুর রহমানের ৪ বিঘা, মতিউর রহমানের ১০ বিঘা, নুরুল ইসলামের ২ বিঘা, আব্দুস ছালেকের সাড়ে ৩ বিঘা, আপ্তরদ্দিন ১৪ বিঘা, আবু বকরের ২ বিঘা, আব্দুস ছালেক সাড়ে ৩ বিঘা, খাইরুল ৮০ শতক, নুর ইসলাম, ৬০ শতক, রোকনদের ১২০ শতক, সুরুজ আলী ২ বিঘা, ইমান মোল্লা ১৫ শতকসহ শতাধিক কৃষকের জমিতে জোরপূর্বক বালি ফেলে ভরাট করা শুরু করে। এ বালি ফেলার প্রতিবাদে স্থানীয় কৃষকরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা না পাওয়ার নানা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে স্থানীয় কৃষকরা। এসব প্রতিবাদ কর্মসূচিতে একাত্ম ঘোষনা করেন এডভোকেট তৈমূর আলম খন্দকার। গতকাল সোমবার সকালে উপজেলার নির্বাহী কার্যালয়ের স্মারকলিপি প্রদানে মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচীতে যোগদেন তিনি। এসময় ভোলাব ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের জমিতে জোরপূর্বক বালি ফেলে ভরাট বন্ধ করার দাবি জানান। এ সময় তৈমূর আলম খন্দকার বলেন, রূপগঞ্জের আনাচে কানাচে হাউজিং কোম্পানীর নামে প্রভাবশালীমহল নিরীহ কৃষকদের জমিতে বালি ফেলে ভরাট করে ফেলছে। ফলে কৃষকরা রয়েছেন বিপাকে। তাদের রক্ষায় অতীতেও মাঠে ছিলাম,্এখনো নিরীহদের পাশে আছি। এ সময় তিনি আরো বলেন, প্রভাবশালী ও প্রশাসনের যোগসাজসে একটি চক্র কোন প্রকার অনুমোদন ছাড়াই রূপগঞ্জে তাদের দৌড়াতœ চালাচ্ছে। ফলে তাদের বিরুদ্ধে কথা বললেই কৃষকদের কৃষকের বাড়ি ঘরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে। এসব বন্ধ না করলে কৃষকদের নিয়ে মহাসড়কের অবরোধ করবেন বলে হুঁসিয়ারী দেন তিনি।
এ বিষয়ে ইটালিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক কাউছার প্রধান বলেন, তাদের ক্রয় কৃত জমিতেই বালু ফেলা হচ্ছে। অনুমোদনের প্রক্রিয়া চলছে। এ সময় জোরপূর্বক বালি ফেলে ভরাটের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতেহ মুহম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপগঞ্জের ভোলাব ইউনিয়নে বেশ কয়েকটি আবাসন কোম্পানী তাদের কর্মকান্ড অবৈধভাবে চালাচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। তাই সংশ্লিষ্ট কর্মকর্তা মাধ্যমে তদন্ত করে বালি ফেলা বন্ধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ