Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে সিন্ডিকেটের কবলে মন্দিরের চাল!

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে হিন্দু ধর্মালম্বীদের ৫৪টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান হিসেবে সরকারিভাবে ২৭ মেট্রিকটন চাউল বরাদ্দ করা হয়। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি মতাদর্শীদের সমন্বয়ে মিলেমিশে গড়ে ওঠা একটি মধ্যস্বত্ত¡ভোগী সিন্ডিকেট চক্রের কারণে এসব চালের নায্য মূল থেকে সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছে। ফলে ন্যায্য মূল্যে চাল বিক্রি করতে না পারায় মন্দির সংশ্লিদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উপজেলা খাদ্য বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাঁমারগা এলাকার জনৈক সুফি কামাল, সেলিম উদ্দীন ও জার্জিসের সমন্বয়ে গড়ে উঠেছে এই সিন্ডিকেট, আর নেপথ্যে রয়েছে কাঁমারগা খাদ্য গুদামের কর্মকর্তা মামুনুর রশিদ বলে এলাকায় ব্যাপক প্রচার রয়েছে।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সাত ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৫৪টি দূর্গা মন্দিরের বিপরীতে ২৭ মেট্রিকটন মন্দির প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। প্রতি বছর শারদীয় দূর্গা পূজায় সরকার অনুদান হিসেবে চাল বরাদ্দ করে আসছে। এদিকে সিন্ডিকেটে চক্রের দৌরাতেœ্যর কারণে প্রকল্প সভাপতিগণ গুদাম থেকে সরাসরি চাল উত্তোলন করতে পারেনি। সিন্ডিকেট চক্র তাদের কাছে থেকে খাদ্য অফিসেই ডিওলেটার হাতিয়ে নিয়েছে মাত্র ২০ টাকা কেজি দরে। অথচ বর্তমান বাজারে মোটা চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ