Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উজিরপুরে দুর্গা পূজায় চাল বরাদ্দ

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা : উজিরপুর উপজেলায় ১১৩টি পূজা মন্ডবে দুর্গা উৎসব পালিত হবে। এই দুর্গা উৎসব কে কেন্দ্র করে উপজেলা রয়েছে নিরাপত্তার চাদরে ঢাকা। এ বিষয় পুলিশ সুপার মোঃ আখতারুজ্জামান ও উজিরপুর মডেল থানা ওসি মোঃ গোলাম সরোয়ার ইনকিলাব কে বলেন উপজেলার প্রতিটি মন্দিরে ইতোমধ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ এবং আনসার-বিডিপি সদস্যদের স্থায়ী মোতায়েনের পাশাপাশি র‌্যাব সদস্যদের টহলের ব্যবস্থা ছাড়াও সাদাপোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক পূজা মন্ডপগুলোতে নজরদারি বৃদ্ধি করেছেন। সংসদ সদস্য আলহাজ এড. তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান আওলীগসহ সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল, পূজা পরিষদের সভাপতি ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ.লীগ সভাপতি জেলাপরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ আঃ মজিদ শিকদার বাচ্চু, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসিম ঘরামী, ছাত্র ও যুবলীগ সহ অন্যান্য নেতৃবিন্দরা নিজ-নিজ এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করছেন। এই পূজা মন্ডবগুলোতে সরকারের পক্ষে ৫৬,৫০০ কেজি চাল বরাদ্দ করা হয়। এছাড়াও সংসদ সদস্য, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র সহ আ.লীগ নেতাদের রয়েছে অনুদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ