Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ভয়াবহ লোডশেডিং

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : শরতের তাপমাত্রা বৃদ্ধির সাথে উপজেলাসহ পৌরসভার বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সংকটের কোন সুরাহা হচ্ছে না। চরম দুর্ভোগ আর বিড়ম্বনা স্বীকার এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। বিদ্যুৎ সংকটের বিষয় নিয়ে উদ্ধিগ্ন পূজা উদযাপন কমিটি। গত কয়েক দিন ধরে সকাল থেকে মধ্যরাত পেরিয়েও বিদ্যুৎ ঘাটতি অব্যহত থাকছে। পল্লী বিদ্যুতের আওতাধিন পৌরসভার পরিস্থতি আরো খারাপ। অব্যহত এই বিদ্যুৎ সংকট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংকট সৃষ্টি হচ্ছে। জরাজীর্ণ বিতরণ ব্যবস্থা সহ নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে উপজেলাসহ পৌরসভার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এখন সর্বকালের নাজুক পর্র্যায়ে। দুর্ভোগ বাড়ছে পৌরবাসীর। ক্ষুদ্র শিল্প, ব্যবসা-বাণিজ্যের অবস্থাও নাজুক। এদিকে আজ থেকে দূর্গা পূজা শুরু হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের সময় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার দাবি উপজেলা পূজা উদযাপন পরিষদের। এই বিষয়ে পল্লী বিদ্যুতের ডি.জি.এম জাকের হোসেন জানান, তাকে সবকিছুর দেখাশুনা করতে হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তিনি সর্বাত্মক কাজ করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ