বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় আবদুল মালেক নামে একজনকে মৃত্যুণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামীর উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি হলো- শিবগঞ্জ উপজেলার কান্তিনগর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে আবদুল মালেক। চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমানয়ারা বেগম জানান, কান্তিনগর গ্রামের রুবেল আলী তার বন্ধু আবদুল মালেককে ১৮ হাজার টাকা কর্জ দেয়। পরবর্তীতে কয়েকবার কর্জ টাকা চাইলেও সে টাকা পরিশোধ করেনা। ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে মালেক রুবেলকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী চোহান বিলে নিয়ে যায়। সেখানে পিছন দিক থেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে রুবেলকে হত্যার পর আঁখ ক্ষেতে পুঁতে রাখে। ঘটনার এক মাস দুইদিন পর পুলিশ নিহত রুবেলের গলিত লাশ উদ্ধার করে ও মালেককে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত রুবেলের পিতা ওই বছর ১০ অক্টোবর শিবগঞ্জ থানায় মালেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল উদ্দিন ২০১০ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।