Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে গণপিটুনিতে নিহত ১

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪০ পিএম

জেলার রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামে রবিবার দিবাগত রাতে সালাউদ্দিন (৪০) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়। এসময় নিহতের কোমর থেকে একটি বুলেট রাখার খালি ব্যাগ উদ্ধার দেখানো হলেও তার সাথে অস্ত্র ও গুলি ছিলোনা বলে স্থানীয়রা জানায়।

পুলিশ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সালাউদ্দিন চাটখিল উপজেলার উত্তর বদলকোট গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত হারেছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, রবিবার দিবাগত রাত ২টায় ভাটরা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের চেরাঙ্গ বাড়ীর মৃত আমির হোসেনের পাকা বসতঘরের জানালার গ্রিল কেটে সালাউদ্দিন ঘরে প্রবেশ করে খাটের নিছে অবস্থান করে। গ্রিল কাটার শব্দে গৃহকর্ত্রী সালেহা বেগমের ঘুম ভেঙ্গে গেলে তিনি কৌশলে মোবাইলে বাড়ীর অন্য লোকজনকে খবর দিলে এলাকাবাসী ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সালাউদ্দিনকে আটক করে। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, নিহত সালাউদ্দিনের বিরুদ্ধে চাটখিল থানায় ৪টি ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। সে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত চাটখিলের কুখ্যাত ডাকাত খোরশেদ আলমের অন্যতম সহযোগী ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ