Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ১১দিন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ১১ দিন বন্ধের কবলে পড়েছে।

আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা। তবে এসময় স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে ৭অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও জানান তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ