Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেএসপিকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

| প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ব্যাক্তিদের নামে হবে খেলার মাঠ ও গ্যালারীর নামকরণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রতিটি খেলার মাঠ, গ্যালারি এবং অন্যান্য সব স্থাপনার নাম ক্রীড়াক্ষেত্রে যেসব ব্যক্তি অবদান রেখেছেন তাদের নামে নামকরনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, মো. মাহবুব আলী, এ এম নাইমুর রহমান, নাহিম রাজ্জাক, মো. কবিরুল হক ও মো. নুরুল ইসলাম তালুকদার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ সামিট’২০১৭ তে শ্রেষ্ঠ যুব ও ক্রীড়ামন্ত্রী বিবেচিত হওয়ায় তাকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রিড়ার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে বলা হয়, গত ২০১৬-২০১৭ অর্থ বছরে সব ফেডারেশন ও ক্রীড়াসংস্থাগুলোর বিপরীতে মোট ১০ কোটি ৭৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। কমিটি ফেডারেশন ও ক্রীড়া সংস্থাগুলোর বিপরীতে অনুদান প্রদানের ক্ষেত্রে ফেডারেশন ও ক্রীড়া সংস্থাগুলোর দক্ষতা এবং ক্রীড়াক্ষেত্রে সফলতা বিবেচনা করে আনুপাতিক হারে অর্থ অনুদান দেয়ার সুপারিশ করে।
এদিকে বৈঠকে কর্মসংস্থান ব্যংকের কার্যপরিধি নিয়ে আলোচনা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কর্মসংস্থান ব্যাংক প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মধ্যে ২০১৭-২০১৮ অর্থবছরে (আগস্ট পর্যন্ত) পুঞ্জিভ‚ত ২৭৩ কোটি টাকা ঋণ প্রদান করেছে। প্রশিক্ষিত যুবকরা যাতে কর্মসংস্থান ব্যাংক থেকে আরও বেশী হারে ঋণ সুবিধা পেতে পারে সেজন্য অধিদপ্তর হতে জেলা/ উপজেলা পর্যায়ে অব্যাহত যোগাযোগ রাখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ