বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক পবিত্র হজ্বব্রত পালন উপলক্ষে গতকাল রবিবার মুন্নু সন্স এন্ড কমিউনিটি সেন্টারে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে এমপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, নিজ নিজ এলাকায় ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করতে হবে। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কারণ আ.লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে এবং দেশের মানুষ শান্তি পাবে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বর্তমান এমপি এম এ মালেক’এর হাতকে শক্তিশালী করার আহবান জানান। যাতে কোন অপশক্তি মাথাচড়া দিয়ে না উঠতে পারে। শুভেচ্ছা বিনিময় শেষে এমপি ব্যক্তিগতভাবে প্রত্যেককেই নামাজের জন্য জায়নামাজ, তজবি ও খেজুর উপহার দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।