Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে খাদ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। রোহিঙ্গাদের সমস্য নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ৫দফা দাবি উত্থাপন করেছেন তাও বিশ্ব নেতাদের কাছে প্রশংসা কুড়িয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী হতে যাচ্ছেন। ধর্ম যার যার রাষ্ট্র সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলে আমরা ৭১সালে মুক্তিযুদ্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র । অসাম্প্রদায়িকতার নীতি নিয়ে আমরা সবাই এক সঙ্গে বসবাস করি। যারা দেশে হানাহানি সৃষ্টি করে দেশকে ধংস করতে চায় তাদেরকে বিনাশ করতে হবে। কোন অশূভ শক্তিকে দেশে সুযোগ দেয়া হবে না। একটি সন্ত্রাসী চক্র বাববার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করছে। কিন্তু তারা কোন দিন সফল হবে না। আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকদের সাথে যে ভ্রাতৃত্ববোধ আবহমান কাল থেকে চলে এসেছে তা অটুট থাকবে। তিনি গতকাল(রোববার) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিভিন্ন পুঁজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ