বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষা বিস্তারে মরহুম হাজী কাশেম আলী অনুকরণীয় দৃষ্টান্তের পথিকৃৎ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি। তিনি বলেন, মরহুম হাজী কাশেম আলী মুক্তাগাছায় ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষাবীদ হিসেবেও তিনি স্বীকৃতি পেয়েছিলেন। তিনি আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্তের পথিকৃৎ। তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজের ৪ তলা একটি ভবন নির্মাণ করে দিয়েছি। রোববার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেনের বাবা মরহুম হাজী কাশেম আলী’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেন, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকারিয়া হারুন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য জোসনারা মুক্তি, হাজী কাশে আলী কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, অধ্যাপক এনায়েত হোসেন প্রমুখ। এদিকে, বাবার মৃত্যুবার্ষিকীতে সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী’র সৎ ছোট ভাই ও মুক্তাগাছা উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন বাবলু ওরফে ক্লাসিক বাবলু উপস্থিত না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় নিজের বাবাকেও ভুলে গেছেন বাবলু। তবে এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকারিয়া হারুন বলেন, আমার জানামতে জাকির হোসেন বাবলু ঢাকায় অবস্থান করছেন। তিনি মৃত্যুবার্ষিকীর কোন অনুষ্ঠানে যোগ দেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।