Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকদের মূল্যবোধ বিকশিত করার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের সততা, নিষ্ঠা ও মূল্যবোধ আরো বিকশিত করতে হবে। তাদের মানন্নোয়নের চেষ্ঠা অব্যাহত আছে। মধ্য আয়ের দেশ এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকদের মানসিকতা আমূল পরিবর্তন করতে হবে। গতকাল (রোববার) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ’মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণ কর্মশালায়’ তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মূল্যবোধ ও মানসিকতার বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। শিক্ষায় ছেলেমেয়েদের মধ্যে সমতা অর্জিত হয়েছে। সকল ছেলেমেয়েকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। সংখ্যাগত দিক থেকে বড় সাফল্য এসেছে। তিনি বলেন, নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল। আমাদের পর্যায়ের কোন দেশ এখনও শিক্ষায় সমতা অর্জন করতে পারেনি। তবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এখনও বড় চ্যালেঞ্জ। আজকের যুগের জন্য যে মান প্রয়োজন, এই মান আমরা অর্জন করতে পারিনি। সারা বিশ্বব্যাপী এটা একটি চ্যালেঞ্জ। এজন্য এসডিজি-৪ এ মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্তর্ভূক্তিমূলক, সমতাভিত্তিক এবং জীবনব্যাপী শিক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক ড. মো. সেলিম মিয়া বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ