রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে আন্ত:নগর ৭৪৫ যমুনা এক্সপ্রেস তারাকান্দা থেকে ঢাকাগামী ট্রেনের আপ ও ৭৪৬ ডাউন ট্রেনটি নিয়মিত যাত্রা বিরতির দাবীতে গতকাল রোববার ভোর ৬টায় ট্রেন যাওয়ার সময় মানববন্ধন করেছে শ্রীপুরের মুক্তিযোদ্ধাসহ দলমত নির্বিশেষে সকল যাত্রী সাধারণ, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগন। স্থানীয় লোকজন প্রায় ২০ মাস ধরে লাল পতাকা তুলে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনটির অননুমোদিত যাত্রা বিরতি করে আসছে। আন্দোলনের আহবায়ক শ্রীপুর বাজারের ব্যবসায়ী তপন কুমার বর্ণিকের সভাপতিত্বে ও শ্রীপুর ট্যুরিজমের ক্যাশিয়ার আমান উল্লাহর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, শ্রীপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. শেখ মো: নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ প্রায় ২০ মাস যাবৎ শ্রীপুর ষ্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনটি নিয়মিত যাত্রা বিরতির জন্য স্থানীয়রা শান্তি পূর্ন ভাবে আন্দোলন ও বিধি মোতাবেক দাবী করে আসছেন। বক্তারা আরো জানান, এবিষয়ে জাতীয় সংসদে স্থানীয় এমপি আলহাজ্ব এড. মো: রহমত আলী প্রশ্ন-উত্তর পর্বে আলোচনা উঠালে রেলমন্ত্রী মজিবুল হক ষ্টপেজের আশ্বাস দিলেও ২০ মাসেও বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে স্থানীয় ভাবে ষ্টপেজ ও টিকেট বিক্রির ব্যবস্থা করার দাবী না মানলে ট্রেন অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী দিবে বলে জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।