Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১:৩২ পিএম

ঢাকার সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে গলায় ফাঁস লাগানো এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম (২৪) সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চড়ছালিমাবাদ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পরিবারের সাথে সাভারের ভাগলপুর এলাকায় জাহিদ হোসেনের বাসায় একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো।

রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে পরিবার পরিকল্পনা অফিসের স্টোর রুম থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির জানান, আনসার সদস্য সিরাজুল আত্মহত্যা করেছে। ভিতর থেকে দরজা লাগানো ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসের প্রধান মেজবাহ উদ্দিন জানান, সিরাজুল ও সায়েদ মিয়া নামে দুই আনসার সদস্য দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে নিরাপত্তার দায়িত্বপালন করে আসছিল।

সম্প্রতি সাইদ মিয়া ছুটিতে গেলে সিরাজুল একাই দায়িত্বে ছিল। রোববার ভোরে সিরাজুলের কোন সাড়াশব্দ না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী তার খোঁজ করতে থাকে। একপর্যায়ে স্টোর রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস লাগানো সিরাজুলের ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মালা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ