Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো নতুন দুটি বিভাগ

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনস্ত ২০টি বিভাগের পাশাপাশি চলতি শিক্ষবর্ষ থেকে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ এবং ‘বায়োক্যামেস্ট্রি এন্ড বায়োটেকনোলজি’ নামে নতুন দুটি বিভাগ সংযোজিত হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি চলতি শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ দুটি চালুকরণের পাশাপাশি এই দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন প্রদান করেছে। ভিসি আরও জানান, ইউজিসির সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা গত ১৪ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসলে তাদের কাছে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ স্থাপন, একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুকরণ, অত্যাধুনিক ল্যাব নির্মাণসহ চলমান প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ