বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা থেকে : মদন- মোহনগঞ্জ সড়কের ৪ কিলোমিটার ইটের সলিং রাস্তা অদ্যাবধি পাঁকা না হওয়ায় অত্যন্ত অবহেলিত অত্রাঞ্চলের দশ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে দীর্ঘদিন যাবৎ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। নেত্রকোনা জেলার হাওরাঞ্চল হিসেবে পরিচিত মদন ও মোহনগঞ্জ উপজেলার সড়ক পথে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে মদন থেকে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের রেন্ট্রিতলা থেকে বাউশা হয়ে মোহনগঞ্জ পর্যন্ত রাস্তাটি। এ রাস্তাটি পাকা করণের জন্য দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী স্থানীয় জন প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, এমপি ও মন্ত্রীর কাছে বার বার আবেদন নিবেদন করলেও অদ্যাবধি রাস্তাটি পাকাকরণ না হওয়ায় জন দুর্ভোগ চরমে পৌছেছে। কয়েক বছর আগে এ সড়কের মদন ও মোহনগঞ্জ অংশ পাকাকরণ করা হলেও রহস্য জনক কারণে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের রেট্রিতলা থেকে বাউশা পর্যন্ত মাত্র ৪ কিলোমিটার সড়ক ইটের সলিং করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব শেষ করেন। নিয়মিত সংস্কার ও সুষ্ঠু তদারকির অভাবে ইতিমধ্যে ইটের সলিংয়ের বিভিন্ন অংশের ইট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে অসংখ্য পিক-আপ ভ্যান, সিএনজি, ইজিবাইক ও মোটর সাইকেল চলাচল করছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশী বিড়ম্বনায় পড়তে হচ্ছে গর্ভবতী মা, কোমলমতি শিশু কিশোর, স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রত্যন্ত এলাকার সাধারন মানুষকে। তারা প্রতিদিনই জীবনের ঝুকি নিয়েই নিজ নিজ গন্তব্যে চলাচল করতে গিয়ে প্রায়শই ছোট বড় দূর্ঘটনার সন্মুখীন হচ্ছে। ঘটছে প্রাণহানির ঘটনাও। ভূক্তভোগী এলাকাবাসী তাই বেহাল রাস্তাটি দ্রæতই প্রশস্ত করণসহ পাকা করনের দাবীতে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রেন্ট্রিতলা বাজারে প্রায় দুই কিলোটিার দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালন করে। সুখারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তাটি পাকা করণের জন্য আমি বার বার উপজেলা সমন্বয় সভায় দাবি জানিয়ে আসছি। আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম বলেন, আগামীতে এ রাস্তাটিকে পাকা করণের উদ্যোগ নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।