Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আমাদের ঈমানি শক্তি লোপ পেয়েছে বলেই আজ আমরা লাঞ্ছিত হচ্ছি - পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সরিষাবাড়ী ( জামালপুর ) সংবাদদাতা : মুসলমানেরা কখনো মাথা নত করে বাঁচার জাতি নয়। অতীতেও তারা মাথা উচু করে ছিল আগামীতেও থাকবে। শর্ত হলো ঈমানী শক্তি বাড়াতে হবে। মায়নমারের মুসলমানদের আজ নাজেহালের জন্য তারাই দায়ী। বিশ্বের মুসলিমরা আজ চেয়ে চেয়ে দেখছে শুধু দেখছেই। আজ তাদেরও ঈমানী শক্তি দুর্বল বলে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমরা বিভিন্ন সময় ঐ কাফের মোনাফেকদের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে। এ পরিত্রানের উপায় ঈমানী শক্তির জোর বাড়াতে হবে। এর জন্য সরকারকে দায়ী করে লাভ নেই। সরকারের ঈমানী শক্তিও যে দুর্বল। গতকাল শনিবার বিকেল পাচঁটায় জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী গোরস্থান মসজিদ হাফেজিয়া মাদরাসা ও কেন্দ্রীয় গোরস্থান মাঠ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের বক্তব্যে কথা গুলো বলেন চরমোনাই পীর সৈয়দ মুফতী মোঃ রেজাউল করিম সাহেব। এ সময় উপস্থিত ছিলেন মওলানা নাজমুল হুদা ফয়েজি, মওলানা শঞিদুল ইসলাম, মওলানা আবুল কাশেম সহ জেলা ও উপজেলার বিভিন্ন আলেম ওলামা মাসায়েকগন। পরে মায়ানমারের মুসলিম সহ দেশবাসীর হেফাজত রক্ষা কল্পে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে রহমত চেয়ে বিশেষ দোয়াও করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ