Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ১৪ এলাকায় ভোট

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বন্যার কারণে স্থগিত থাকা জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ১৪টি এলাকায় আজ নির্বাচন হতে যাচ্ছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট হবে। তবে জেলা পরিষদের ভোট সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত। ইতোমধ্যে ভোটের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবারের মধ্যেই ব্যালটসহ নির্বাচনী মালামাল ভোটকেন্দ্রে পাঠানোর কথা রয়েছে। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন-ইসি। ইসির উপ-সচিব নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, বন্যার কারণে স্থগিত হওয়া এসব এলাকায় ভোট হবে। স্থানীয় সরকারের ১৬টি প্রতিষ্ঠানে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের স্থগিতাদেশে দুটি ইউপির ভোট হচ্ছে না। তিনি জানান, গত ২০ অগাস্ট চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ ও চারটি ইউপির সাধারণ নির্বাচন, সাতটি ইউপির উপ-নির্বাচন, একটি ইউপির চেয়ারম্যান পদে পুননির্বাচন ও জেলা পরিষদের তিনটি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের এ ভোট হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে গত ১৬ অগাস্ট তা স্থগিত করা হয়। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপিদের বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ