Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ সব ধর্মের শিক্ষা ও মূল্যবোধ বিরোধী -বিশ্ব সুন্নী আন্দোলন

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেছেন, জঙ্গিবাদ সব ধর্মের শিক্ষা ও মূল্যবোধ বিরোধী। যার মাধ্যমে জীবন ও মানবতা বিপন্ন হয়। গতকাল (শনিবার) নগরীর একটি কনভেনশন হলে জঙ্গিবাদের উৎস ও প্রতিকার শীর্ষক পীর-আলেম-ওলামা-শিক্ষাবিদ সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে পাঁচ সহস্রাধিক পীর, আলেম, শিক্ষবিদসহ সুন্নী আন্দোলন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
আল্লামা সৈয়দ আমিনুল হক আল কাদেরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ মেহমান ছিলেন আল্লামা সৈয়দ জাহান শাহ, অধ্যাপক আল্লামা ডঃ আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক আল্লামা ডঃ আবদুল্লাহ আল মারুফ, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, অধ্যাপক ডঃ আল্লামা নুরুন্নবী, অধ্যাপক আল্লামা ডঃ আব্দুল কাদির, অধ্যাপক আল্লামা আহসানুল হাদী, আল্লামা এনামুল হক শিকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ