বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের রসুলপুর ৫নং ওয়ার্ডে সুইটি ওরফে জান্নাত (১০) নামের ৪র্থ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শশিভূষণ থানা পুলিশ।এ ঘটনায় শশিভূষণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার সুইটির লাশ উদ্ধার করে ভোলায় পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করেছে পুলিশ।শশিভূষণ থানার এসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
শশিভূষণ থানা ও পারিবারিক সূত্র জানায়, চরফ্যাশনের রসুলপুর ৫নং ওয়ার্ডের আ. গনির মেয়ে ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সুইটি ওরফে জান্নাত (১০) প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী মাঠে হাঁস চড়াতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় তার পিতা ও আত্মীয় স্বজনরা তাকে খুঁজতে গিয়ে মাঠের পার্শ্ববর্তী বাড়ির পারকুনি গাছের সঙ্গে ওড়না দিয়ে সুইটির ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনাটি পুলিশকে জানালে এসআই রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সুইটির লাশ উদ্ধার করে ভোলায় পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।