বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : জার্মানীয়া টেষ্ট কনসোর্টিয়াম নামক ঠিকাদারী প্রতিষ্ঠান গতকাল ২৩ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে উৎপাদন কাজ বন্ধ করে দিয়েছে। সর্বসাধারনের অবগতির জন্য গণবিজ্ঞপ্তি জারী করে জানানো হয়েছে যে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর জিএম (অপরেশন ) মীর মোঃ আ. হান্নান খনির কাজে সাবোটাজ করার কারনে ২০১৫-২০১৬ সময়ে খনির উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। এই জিএম এখন পর্যন্ত সর্বশক্তি দিয়ে খনি সংশ্লিষ্ট অপারেশনাল কাজে বাধা প্রদান করে চলেছেন। বিষয়টি খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলাকে বহুবার অবহিত করা হয়। এমন পরিস্থিতিতে এই ঠিকাদারী প্রতিষ্ঠানের খনি সংশ্লিষ্ট অপারেশনাল কাজ অব্যাহত রাখা সম্ভব নয়। এই কর্মকর্তাকে মধ্যপাড়া খনি সংশ্লিষ্ট কার্যক্রম হতে অপসারন করা না হলে এই তারিখ হতে জিটিসি খনির সকল কাজ হতে বিরত থাকবে বলে বিজ্ঞতিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে জিটিসির জিএম জাবেদ সিদ্দিকী প্রচারিত গণবিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেছেন সার্বিক বিষয় অবহিত করার জন্য আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে। যোগাযোগ করলে মধ্যপাড়া কঠিন শিলা খনির প্রকৌশলী মাহমুদ খান জানান মধ্যপাড়া খনির একজন কর্মকর্তাকে দায়ী করে এ ধরনের গণবিজ্ঞপ্তি গ্রহনযোগ্য হতে পারে না। তবে মধ্যপাড়া কঠিন শিলা খনির সকল কার্যক্রম দেখার জন্য ইতোমধ্যে ম্যানেজমেন্ট ৮ সদস্যের কমিটি গঠন করেছেন । এই কমিটি যথারীতি তাদের রিপোর্ট দাখিল করেছেন। তারপরে এই রির্পোট পর্যালোচনার জন্য কোম্পানীর বোর্ডের ৪ কর্মকর্তা সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিষয়গুলো তারা নিবিড়ভাবে পর্যালোচনা করছেন। ফলাফল অচিরেই পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।