Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে ঢাকা মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮, পুরানা পল্টনে অবস্থিত হোটেল কস্তুরী লিঃ পরিদর্শনকালে দেখা যায় যে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে, হোটেলের রান্নাঘরে ফ্লোর নোংরা, নি¤œমানের লবন ব্যবহার করা হচ্ছে এবং ফ্রিজের পঁচা-বাসি মাছ দিয়ে খাদ্য তৈরীর প্রক্রিয়া চলছে, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩৫ অনুসারে নিরাপদ খাদ্য বিরোধী কার্যকলাপ। হোটেল ব্যবসায়ী কর্তৃক নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩৫ লঙ্ঘনের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম ভূইয়া অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মোঃ খালেদ হোসেন আমলে নিয়ে হোটেল কস্তুরী লিঃ কে অভিযুক্ত করেন। এ পরিপ্রেক্ষিতে হোটেল কস্তুরী লিঃ এর ম্যানেজার অভিযোগের সত্যতা স্বীকার করেন। তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে হোটেল কস্তুরি লিঃ কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৫ ধারা লঙ্ঘনের দায় ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা মাত্র) জরিমানা করা হয় এবং অভিযুক্ত হোটেল কস্তরী লিঃ উক্ত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ