Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে আগুনে পুড়ে গেছে ট্রাকসহ অর্ধ কোটি টাকার তুলা

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউনসহ একটি তুলা বোঝাই ট্রাক পুড়ে গেছে। এতে ট্রাকসহ প্রায় অর্ধ কোটি টাকার তুলা পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টায় শহরের বিসিক শিল্পনগরীর মেসার্স ঢালী কটন মিলের নিজস্ব গোডাউনে।
ক্ষতিগ্রস্তরা জানায়, তুলা বোঝাই ট্রাকটি সোমবার রাতে চাঁদপুর আসে। কিন্তু শ্রমিক না থাকায় মালামাল না নামিয়ে ড্রাইভার ট্রাকটি গোডাউনের পাশেই রেখে চলে যায়। হঠাৎ ভোর বেলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা জানায়, হয়তোবা ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে।
মেসার্স ঢালী কটন মিলের মালিক নুরে আলম ঢালী জানায়, গত রাত ১১ টায় গোডাউন বন্ধ করে আমি বাড়ি চলে যাই। তুলা বোঝাই ট্রাকটি গোডাউনের পাশেই ছিল। কিভাবে আগুনের সূত্রপাত, সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি। তবে তিনি জানান, ট্রাকসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ